logo

আপনি হাসলেই মুক্ত ঝরানো হাসি হাসবে রোবট,

দেশে নানান কাজ আজ রোবট প্রযুক্তি অনেক সহজ করে তুলেছে। আর বেশি দিন নেই যখন মানুষের মনের কথা শুনে যন্ত্র মানব রোবটও সেই অনুযায়ী আচরণ করবে। এমনকি, মানুষের আবেগ বুঝে সেই অনুযায়ী আচরণও করতে পারবে রোবট। এমনকি, আপনি হাসার আগেই মুক্ত ঝরানো হাসি হাসবে রোবটও।
আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক হড লিপসন আর তাঁর গবেষক দল এমো Emo রোবট তৈরি করেছেন। এই যন্ত্র মানব উল্টো দিকের মানুষ হাসতে চলেছে, এটা বুঝেই মানুষ হাসার আগেই সেকেন্ডের মধ্যে নিজেই হাসি মুখে দেখা দেবে।
বলা হয়, কৃত্রিম মেধা প্রযুক্তি অনেক উন্নত হয়েছে তা কিছু কিছু ক্ষেত্রে মানুষের মনের ভাব বুঝতে পারে কিন্তু রোবট আবেগশূন্য। সেই ধারণাকেও ভুল প্রমাণ করছে Emo রোবট। কারণ অত্যন্ত স্বাভাবিক ভাবে মানুষের মুখভঙ্গি বুঝে সেই অনুযায়ী আচরণ করতে পারে এই রোবট।
Emo রোবটের চোখের পাতায় হাই রেজোল্যুশন ক্যামেরা লাগানো হয়েছে। ফ্লেক্সিবল প্লাস্টিকের স্কিন বা ত্বক লাগানো হয়েছে। চুম্বক দ্বারা পরিচালিত ২৩টি পৃথক মোটর আছে। ২টি নিউট্রাল নেটওয়ার্ক ব্যবহার করে এই যন্ত্র মানব। একটি নেটওয়ার্ক মানুষের অঙ্গভঙ্গি বুঝতে সাহায্য করে আর অপর নেটওয়ার্ক রোবটের ফেশিয়াল এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করে।
রোবটের শেখার প্রক্রিয়াও মানুষের মতো। প্রথম নিউট্রাল নেটওয়ার্কের সাহায্যে ইউটিউবে মানুষের অঙ্গভঙ্গি দেখিয়ে শেখানো হয়। দ্বিতীয় নিউট্রাল নেটওয়ার্কের সাহায্যে রোবট নিজেই বিভিন্ন অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করে শিখতে পারে। বিজ্ঞানীদের এবারের লক্ষ্য হল কথা শুনে যন্ত্র মানব যেন সেই অনুযায়ী আচরণ করতে পারে।
সৌজন্য: -The Truth Of Bengal, Mou Basu

3
45 views